আন্তর্জাতিক

সুদান গৃহযুদ্ধ: এসএএফ’র নিয়ন্ত্রণে রাজধানীর একাংশ

সুদানে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে প্যারামিলিটারি ‘র্যা পিড সাপোর্ট ফোর্সেস’-আরএসএফ-এর সঙ্গে তীব্র সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেজ-এসএএফ-এর। চলমান এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন বাসিন্দা।

গত কয়েকদিনে নতুন করে এই গৃহযুদ্ধের তীব্রতা বেড়েছে। রাজধানী খার্তুমসহ দেশজুড়ে বিভিন্ন প্রদেশে আরএসএফ-এর ওপর হামলা জোরদার করেছে এসএএফ। এরই মাঝে শনিবার রাজধানীর দক্ষিণাঞ্চলের লামাব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছে এসএএফ।

এসএএফ জানায়, খার্তুমের দক্ষিণাঞ্চলে নিজেদের সদর দপ্তর থেকে  হামলা চালিয়ে আরএসএফ-কে পরাজিত করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের বিপুল সংখ্যক গোলাবারুদ ও অস্ত্রসরঞ্জাম। বর্তমানে ওই অঞ্চলে তল্লাশি অভিযান চলছে। শিগগিরই রাজধানীর কেন্দ্র ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে এসএএফ।

অন্যদিকে দারফুর ও গাজিরা প্রদেশে আরএসএফ-কে কোণঠাসা করতে যুদ্ধবিমান থেকেও হামলা চালানো হচ্ছে। এর প্রতিক্রিয়ায় দারফুরের রাজধানী আলফাশিরে গোলা নিক্ষেপ করছে আরএসএফ।

উদ্ভুত পরিস্থিতিতে খার্তুমের দক্ষিণাঞ্চলসহ সংঘাতকবলিত অঞ্চলের বাসিন্দারা খাদ্য, পানীয়সহ বিভিন্ন জরুরি জিনিসের সংকটে পড়েছে। অনেক এলাকায় নেই গ্যাস ও বিদ্যুৎ। নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এসব অঞ্চলের মানুষ। সার্বিক প্রেক্ষাপটে বাসিন্দারা যাতে নিরাপদে এসব এলাকা থেকে সরে যেতে পারে সেই আহ্বান জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে বিবদমান দুই পক্ষের ওপর চাপ সৃষ্টির কথা বলছে তারা। একই সাথে সুদানে মানবিক সহায়তা বাড়ানোরও তাগিদ দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close