আন্তর্জাতিক
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় ইসরাইলের জবাবদিহি চায় চীন
লেবাননে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ইসরাইলের হামলার শিকার হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শান্তিরক্ষীদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে ইসরাইলি বাহিনী। সম্প্রতি তাদের অভিযানে শান্তিরক্ষীদের বেশকিছু স্থাপনা আক্রান্ত হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে মোতায়েন চীনের সৈন্যরা আক্রান্ত হয়নি বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র উ শিয়ান বলেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বিভিন্ন দেশের সেনারা ইসরাইলি হামলার শিকার হচ্ছে, এমন ঘটনার তীব্র বিরোধিতা জানায় বেইজিং। এসবের যথাযথ তদন্ত হওয়া জরুরি।
তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে লেবাননে মোতায়েন আছে শান্তিরক্ষী বাহিনী। তাদের ওপর ইসরাইলি হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর কঠোর নিন্দা জানাই। যথাযথ তদন্তের ভিত্তিতে এসব ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আমরা কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি’।
আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর আহ্বান জানিয়ে মুখপাত্র আরো বলেন, ইসরাইলি বাহিনী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে অবশ্যই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ও তাদের সকল স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত লেবাননে চীনা শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ নিরাপদে আছে। আগামীতে তাদের সুরক্ষা বাড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
লেবাননে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। সংঘাতের বদলে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে তারা।