আন্তর্জাতিক

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

পদত্যাগ করতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির সিনিয়র সদস্য আতিশি মারলেনার নাম প্রস্তাব করেছেন কেজরিওয়াল। তার এই প্রস্তাবে আম আদমি পার্টি (এএপি) সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অরবিন্দ কেজরিওয়াল তার উত্তরসূরি হিসেবে আতিশির নাম প্রস্তাব করেন। পরবর্তিতে পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে। প্রত্যেকেই তা সমর্থন করেন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা শিগগিরই দেওয়া হবে।

কেজরিওয়াল আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন। গত রবিবারই তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা দেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আতিশি শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ৪৩ বছর  আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেফতার করা হয়। এসময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

এর আগে কেজরিওয়াল জানিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি নভেম্বর মাসে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লি বিধানসভার ভোট করানোরও দাবি জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close