নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে লিফট দুর্ঘটনা, আহত ১৪

অতিরিক্ত লোক উঠায় লিফট ছিঁড়ে পড়ে ১৪জন শ্রমিক আহত হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকার নীট কনসার্ন গ্রুপের প্রিন্ট কারখানার লিফট ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় নীট কনসার্ন প্রিন্ট (কেসিপি) কারখানার লিফট দিয়ে ওঠানামা করছিলেন শ্রমিকরা। পরে অতিরিক্ত সংখ্যক মানুষ উঠার ফলে লিফট ছিঁড়ে পড়ে যায়। এ ঘটনায় একজন গর্ভবতী নারী শ্রমিকসহ অন্তত ১৪ জন আহত হন৷ কর্তৃপক্ষ খবর শুনার সাথে সাথে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর মোল্লা কে জানান, লিফটে কেপাসিটি অনুযায়ী অতিরিক্ত মানুষ উঠার ফলে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে সাথে সাথে আহতদের চিকিৎসার ব্যবস্থা করি। আমরা সার্বক্ষণিক আহত শ্রমিকদের খবরা খবর নিচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। কিন্তু তার আগেই আহতদের হাসপাতালে পাঠিয়েছে কতৃপক্ষ। প্রাথমিক ভাবে জানতে পারি লিফটি অতিরিক্ত ওজনের কারণে ছিঁড়ে পড়ে গেছে৷ এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close