আন্তর্জাতিক
এআই দিয়ে ভারতের নির্বাচনকে প্রভাবিত করছে ইসরাইল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) ব্যবহার করে ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটিয়েছে ইসরাইলি একটি সংস্থা। এই সংস্থাটির নাম ‘এসটিওআইসি’। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাট জিপিটি’র নির্মাতা সংস্থা ‘ওপেনএআই’ এই দাবি করেছে।
ওপেনএআই জানিয়েছে, ইসরাইল থেকে পরিচালিত গোপন অ্যাকাউন্টগুলো থেকে প্রচারের জন্য নানা কনটেন্ট তৈরির পাশাপাশি সেগুলো সম্পাদনা করা হয়। এর তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট এবং ইউটিউবে শেয়ার করা হয়েছে। মে মাসের প্রথম দিকে ইংরেজি কনটেন্ট দিয়ে ভারতীদের টার্গেট করা শুরু করলেও পরে কানাডা, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরাইলের লোকজনকে নিশানা করে ইংরেজি ও হিব্রুতে বিষয়বস্তু প্রচার শুরু করে ‘এসটিওআইসি’।
শনিবার (১ জুন) পার্সটুডের খবরে এমনটাই বলা হয়েছে। ওপেনএআইয়ের গবেষণায় দেখা গেছে, ইসরাইল ভিত্তিক কোম্পানি ‘এসটিওআইসি’ ভারতীয় দলগুলোর মধ্যে বিশেষকরে বিজেপির সঙ্গে অন্যান্য দলের দূরত্বকে চিহ্নিত করে এর ভিত্তিতে নানা কন্টেন্ট তৈরি ও সেগুলো শেয়ার করেছে। তারা ভারতে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যগুলো ঠেকানোর পাশাপাশি সেদেশে নানা ক্ষেত্রে অভ্যন্তরীণ বিরোধ উসকে দিতে জনমতকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়াও ইসরাইলি এই সংস্থা গোপন তৎপরতার অংশ হিসেবে ইসরাইলি-নীতি বিরোধী জনমতকে প্রভাবিত করে পরিস্থিতিকে দখলদার ইসরাইলের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক মতকে প্রভাবিত করার চেষ্টা করেছে।
ওপেনএআই জানিয়েছে, ইসরাইলি সংস্থা ভারতীয় জনগণের আত্মপরিচিতি এবং প্রত্যাশাকে বিকৃত করার জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে। যেসব কৌশলে এসব করা হয়েছে তার মধ্যে একটি হলো ভারতের কিছু নাগরিকের কিছু মতামতের প্রশংসা করে তাদেরকে উত্সাহিত করা হয়েছে। আর অন্য পক্ষকে আক্রমণ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিতেও এই ইসরাইলি সংস্থা নানা উসকানিমূলক তৎপরতা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ‘ওপেনএআই’ এ বিষয়ে তথ্য প্রকাশ করেনি। ওপেন এআইয়ের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দল বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে।
ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর বলেছেন, ‘এটা খুবই স্পষ্ট যে কিছু ভারতীয় রাজনৈতিক দল বা তাদের পক্ষ থেকে পরিচালিত ভুল তথ্য এবং বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বিজেপিকে নিশানা করা হচ্ছে। যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।’ তিনি আরও বলেন, ‘ভারত ও দেশের বাইরের স্বার্থান্বেষী মহলের স্বার্থে এ ধরনের এজেন্ডা চালানো হচ্ছে।’ তিনি এই ষড়যন্ত্রের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান।