আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করেছে সন্ত্রাসী ইসরাইলের মন্ত্রিসভা

গাজার রাফায় হামলা বন্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের দেয়া রায় প্রত্যাখ্যান করেছে ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করতে রাফায় অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দখলদার প্রশাসন।

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল, দক্ষিণ আফ্রিকার করা এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৪ মে) আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলের বিরুদ্ধে রায় দেন। ওই রায়ে রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলকে নির্দেশ দেন আদালত। কিন্তু জাতিসংঘ আদালতের এই রায়ের পর ইসরাইল এটিকে মিথ্যা, আপত্তিকর এবং নৈতিকতা বিরুদ্ধ বলে প্রত্যাখ্যান করে।

দেশটি জানিয়েছে, প্রত্যেক দেশ তার নিজ ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করার অধিকার রাখে এবং ইসরাইল ঠিক তাই করছে। রাফাতে অভিযানের ক্ষেত্রে ফিলিস্তিনিদের জীবন ঝুঁকিতে পরবে না বলেও দাবি করে ইসরাইল।

এদিকে জাতিসংঘ বলছে, গাজায় ইসরাইলি আগ্রাসন একটি বিয়োগান্ত অধ্যায়। দ্রুত এই দুঃস্বপ্নের অবসান হওয়া উচিৎ। ফিলিস্তিনের বাসিন্দারাও দ্রুত এই রায়ের বাস্তবায়ন দেখতে চান।

অন্যদিকে, জাতিসংঘের সরবরাহকৃত ত্রাণ কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় নিতে একমত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট ফাতাহ আল সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এরফলে, গাজায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার কিছুটা লাঘব হবে। ইসরাইলি হামলায় গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার ৮৫৭ জনে। সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close