বিনোদন
এফডিসিকাণ্ড: জয় চৌধুরীকে বয়কটের দাবি বিনোদন সাংবাদিকদের

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের দিনে কতিপয় সদস্যের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে বিনোদন সাংবাদিকরা। পরে বুধবার (২৪ এপ্রিল) রাতে শিল্পী সমিতির সঙ্গে বৈঠকে বসেও হয়নি এর সুরাহা। বরং আবারও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে জয় চৌধুরীকে বয়কটের দাবি তুলেন সাংবাদিকরা।
জানা গেছে, শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এসময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিসে থেকে বের করে দেন। এসময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চান।
তখনই শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রক্তাক্ত হন বাংলাভিশনের ক্যামেরা পারসনসহ অন্তত ১০ সাংবাদিক।