আন্তর্জাতিক
আমিরাতে রেকর্ড বৃষ্টি, ঢাকা-দুবাই নয় ফ্লাইট বাতিল
সংযুক্ত আরব আমিরাতে গত দুইদিনে টানা বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। সোমবার (১৫ এপ্রিল) রাতে বৃষ্টি শুরু হয়ে ঝরেছিলো মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ১৪২ মিলিমিটার (৫.৫ ইঞ্চি) এর বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যায় ভেসে গেছে মরুভূমির শহর দুবাই। ঢাকা-দুবাই নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি জানান, দুবাইয়ে খারাপ আবহাওয়ার কারণে আজ এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি (আগামীকাল সকালের ফ্লাইটসহ), এমিরেটস এয়ারলাইন্সের দুইটি এবং ফ্লাই দুবাই এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঢাকা থেকে শারজাহ রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্সের নয় ফ্লাইট বুধবার থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
ভারী বর্ষণের কারণে আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। বন্ধ রাখা ছিল শিক্ষা-প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবস্থা বুধবার পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে বহাল থাকবে কর্মীদের জন্য হোম অফিসের মেয়াদ। বন্যার কবলে পড়েছে ফ্ল্যাগশিপ শপিং সেন্টার দুবাই মল এবং মল অব এমিরেটসও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে বানের জলে একটি দুবাই মেট্রো স্টেশনের নিচের অংশ গভীর পানিতে ডুবে যেতে দেখা গেছে।
আমিরাতের অভ্যন্তরীণ কিছু এলাকাতেও মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮০ মিলিমিটার (৩.২ ইঞ্চি) বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ওই সব এলাকায় সাধারণত বছরে গড়ে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে।
অস্বাভাবিক এই বৃষ্টিপাতকে জলবায়ু সংক্রান্ত একটি ‘ব্যতিক্রমী’ ঘটনা বলে জানিয়েছে এক্স সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়া অফিস। সূত্র: খালিজ টাইমস্, বিবিসি, আল জাজিরা