সিলেট বিভাগ
কমলগঞ্জে রাধামাধব জীউ মন্দির বাংলাদেশ অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতের রাধামাধব জীউ মন্দির এর বাংলাদেশ অঞ্চলের ১৪৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ মার্চ দিনব্যাপী মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমীর হলরুমে রাধামাধব জিউ সেবা পরিচালনা সমিতির বাংলাদেশ আঞ্চলিক কমিটি, মনিপুরী সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ যুবকল্যাণ সমিতি এবং মহা রাসলীলা সেবা সংঘ এর আয়োজন করে।
সম্মেলনে মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহের সভাপতিত্বে ও মহা রাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মনিপুরী ললিতকলা একাডেমি অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ, ভারতের আসাম রাজ্যের রাধামাধব সেবা সমিতির সদস্য কুমকুম সিংহ, সিলেট কর কমিশনার কাজল সিংহ, ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রভাষ কুমার সিংহ, আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ভারত থেকে আগত তিন শতাধিক অতিথি অনুষ্ঠানে যোগদান করেন।