ঢাকাস্বাস্থ্য বার্তা
বাংলাদেশ ফিজিওথেরাপি ষ্টুডেন্টস ইউনিয়ন-বাপসু’র আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশে বিপিটি /বিএসপিটি শিক্ষার্থীদের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন “বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু) “। ফিজিওথেরাপি পেশার দীর্ঘ আন্দোলন সংগ্রামে এর রয়েছে দীর্ঘ অবদানের ইতিহাস। গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এর নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় বাংলাদেশে ফিজিওথেরাপি পেশাজীবীদের জাতীয় ও প্রাচীন সংগঠন “বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি( বিপিএস)” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
ফিজিওথেরাপি পেশার সূতিকাগার “জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসনের প্রতিষ্ঠানের ” ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: মোত্তাকিম বিল্লাহ আহ্বায়ক হিসেবে কমিটির প্রধান করা হয়েছে।এছাড়া ৭ সদস্যের এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: মহীউদ্দীন, খাদিজাতুল কুবরা,মেহেদী হাসান ইমন,প্রান্ত কুমার দাস,ইরতিকা বিনতে সাজেদ ও আব্দুল মোমিন আকন্দ।
আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ এর ভেতর সারা বাংলাদেশের বিপিটি/বিএসপিটি শিক্ষার্থীদের সংগঠিত করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত পূর্নাঙ্গ কমিটি গঠন করা এই আহ্বায়ক কমিটির দায়িত্ব বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।