রাজনীতিসিদ্ধিরগঞ্জ
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব আদমজী বাজারস্থ কিং প্যালেস রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুর রহমান লাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম হীরা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ বলেন,
বাংলাদেশের সকল উন্নয়ন ও অর্জনের রূপকার হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি উন্নয়ন নেতৃত্বের রোল মডেল। বাঙালী জাতির আশার বাতিঘর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক দেশি -বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা।
দোয়া-মিলাদ শেষে মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমানের পরিবারসহ নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসী সকলের জন্য দোয়া করা হয়।