অপরাধসিলেট বিভাগ

রাজনগরে আলোচিত ভাইয়ের হাতে ভাই খুনের প্রধান আসামি গ্রেফতার

শেখ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র রিপোর্টার: মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে ভাইয়ের হাতে ভাই খুন আলোচিত খুন মামলার প্রধান আসামী গ্রেফতার।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র হাজরা সঙ্গীয় এসআই/ সওকত মাসুদ ভূইয়া, এসআই/সুলেমান সঙ্গীয় মো: মোশারফ হোসেন সহ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আলোচিত ভাইয়ের হাতে ভাই খুন মামলার পলাতক প্রধান আসামী মোঃ আব্দুল মুকিদ (২৪), পিতা-মোঃ আব্দুর রব, গ্রাম- উত্তরভাগ (০২নং উত্তরভাগ ইউপি), উপজেলা/থানা- রাজনগর, জেলা-মৌলভীবাজারকে সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন শিওরখাল সাকিনস্থ আসামীর দুরসম্পর্কের খালা জনৈকা হাসনা বেগমের বসতবাড়ী হাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামী মো: মুকিদ মিয়াসহ সঙ্গীয় অফিসার ফোর্স ০৯ মার্চ ২০২৪খ্রি; তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় আসামীদের বসতবাড়ীতে উপস্থিত হয়ে এবং আসামীর উপস্থিতিতে স্থানীয় লোকজন সম্মুখে বসতঘরসহ আশপাশে তল্লাশী করে আসামীর বসতঘরের পূর্ব পাশে থাকা বাঁশের বেড়াযুক্ত একচালা বিশিষট ঘরের খড়ের গাদার ভিতর হাতে একটি কাঠের হাতল বিশিষ্ট কুড়াল উদ্ধার করা হয়। এই সময় আসামী মো: মুকিদ মিয়া উদ্ধারকৃত কুড়ালটি হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল মর্মে স্বীকার করলে তা জব্দ করা হয়।

আসামীকে বিচারের নিমিত্তে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী আব্দুল মুকিদকে আদালতে সৌপর্দ করার পর নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে বলে জানায় পুলিশ সূত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close