সিলেট বিভাগ

রাজনগরে বিপুল নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ কারবারি গ্রেফতার

শেখ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র রিপোর্টার:

মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে ২৪০০০ (চব্বিশ হাজার) শলাকা ভারতীয় শেখ নাসির বিড়িসহ ১জন আসামী গ্রেফতার। এসআই/অরূপ সরকার, এএসআই/সাইফুল ইসলাম, কনস্টেবল/ মোশাররফ হোসেনসহ রাজনগর থানাধীন ৫নং রাজনগর ইউনিয়নের ঘরগাঁও সাকিনের জনৈক আব্দুস সালাম এর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জনৈক আব্দুস সালাম এর জামাতা আসামী শাহজাহান মিয়া (২৪), পিতা-মৃত মোঃ হান্নান মিয়া স্থায়ী: গ্রাম- ঘরগাঁও, উপজেলা/থানা- রাজনগর, জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করেন এবং ২৪,০০০ (চব্বিশ হাজার) শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি, মূল্য অনুমান ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আসামীর বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে বিচারের নিমিত্তে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close