নির্বাচনী হালচালফতুল্লা
ফতুল্লা ইউপি উপনির্বাচন: প্রার্থীতা প্রত্যাহার করেছে ৩ জন
ফতুল্লা ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছে ৩ জন প্রার্থী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাচন অফিসার আফরোজা খাতুন।
সরে দাঁড়ানো ৩ জন প্রার্থী হলেন মোঃ মহসিন হোসেন, মোঃ সেলিম রেজা শাওন ও কাজী দেলোয়ার হোসেন।
জানা যায়, ফতুল্লা ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র কিনেছিল ১৭ জন এবং মনোনয়নপত্র জমা দিয়েছিল ৭ জন প্রার্থী। ইতিমধ্যে, ৩ জন প্রার্থী উপ-নিবার্চনে প্রার্থীতা প্রত্যাহার করেন।
বর্তমানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনে্র জন্য লড়াই করছে ৪ জন। তারা হলেন পরেশ চন্দ্র দাশ, আমজাদ হোসেন, মো. ফাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রসঙ্গত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ ব্যালড পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবে।