নারায়ণগঞ্জনির্বাচনী হালচালপরিচিতিরাজনীতি
মেয়র পদে নির্বাচন করবেন ‘জয় বাংলা নাগরিক কমিটি’র কামরুল ইসলাম বাবু
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ‘জয় বাংলা নাগরিক কমিটি’র সদস্য কামরুল ইসলাম বাবু।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে কামরুল ইসলাম বাবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। এ সময় জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হুমায়ুন কবীর বলেন, আগামী ১৩ ডিসেম্বর জয় বাংলা নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করবে। ১৪ ডিসেম্বর আমরা কামরুল ইসলাম বাবুকে নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজন করে মনোনয়নপত্র জমা দেব। ১৫ ডিসেম্বর থেকে আমাদের সুপারিশ নিয়ে বাবু নির্বাচন করবেন।