নারায়ণগঞ্জ সদররাজনীতি

কাশীপুর ইউনিয়নের নসিংপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: `বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার উত্তর নসিংপুর এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।
কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয় নাই। বিএনপি আসলে কোন দলই না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে, তারা রাজনীতিবিদ হতে পারে না। সাধারণ মানুষের সমর্থন নেই বিএনপির প্রতি। আপনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে আমাদের দল কাশিপুরে বাকি কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করবে।
কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম বাদশা’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাবেক দপ্তর সম্পাদক হাজী মোঃ ইউনুস আলী মেম্বার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দুলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close