সিলেট বিভাগ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২ জনসহ গ্রেফতার ৫

মোঃ অন্তর মিয়া, শ্রীমঙ্গল,প্রতিনিধি :

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অফিসার ফোর্সের সমন্বয়ে ১১/১১/২০২৩ইং তারিখ রাতে অভিযান পরিচালনা কালে পরোয়ানাভুক্ত ০২জন ও নিয়মিত মামলায় ০৩ জন আসামীসহ ০৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- সিআর-২৯৫/২৩ (শ্রীঃ)এর পরোয়াভুক্ত আসামী ০১। মিষ্টু কর, পিতা-রবি কর, সাং-সবুজবাগ, সিআর-৫২৪/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত আসামী ০২।লায়েছ মিয়া, পিতা-কাশেম মিয়া, সাং-বিষামনি, শ্রীমঙ্গল থানার মামলা নং-০৯/১১ -২০২৩ ইং এর এজাহারনামীয় আসামী ০৩। কামাল মিয়া (৩৮), পিতা-মৃত মফিজ মিয়া, ০৪। মশাহিদ মিয়া (৪০), পিতা-মাসুক মিয়া, উভয় সাং-সাইটুলা এবং শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭/১১-২০২৩ এর এজাহারনামীয় আসামী ৫। মোঃ আরজু মিয়া (৪৮), পিতা-জয়নুল্লাহ, সাং-কামারগাঁও, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
সকল আসামীদের অদ্য ১১/১১/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close