রাজনীতিসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বড় ভাই কৃষক লীগ আর ছোট ভাই বিএনপির নেতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পরিবারের আপন দুই ভাইয়ে একজন কৃষক লীগের রাজনীতিতে জড়িত আরেকজন বিএনপির। যা নিয়ে এলাকাজুড়ে সর্বক্ষণ চলে আলোচনা সমালোচনা।
স্থানীয়দের ভাষ্যমতে, সুবিধা ভোগের লক্ষ্যেই একে-অপরকে সাপোর্ট দেন। জানা গেছে, নাসিক ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরুল ইসলামের ছোট ভাই মো: জহিরুল ইসলাম তাদের ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির পদে রয়েছে। থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের আস্থাভাজন হিসেবে পরিচিত সে।
কৃষকলীগ নেতা নুরুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতি করায় এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করে। অথচ তারই ছোট ভাই বিএনপি রাজনীতিতে ভাইটাল পোস্টে আছেন। বড় ভাইয়ের ছত্রছায়ায় ছোট ভাই জহিরুল ইসলামকে অনেকটা নিরাপদে রাখা হয় বলে অভিযোগ একাধিক আওয়ামী লীগ নেতার। স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মী জানান, নুরুল ইসলামের এক ভাই বিএনপির রাজনীতি করলেও তার মধ্যে বিন্দুমাত্র মাধুর্য নেই। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের মূল্যায়নে তার ব্যর্থতার শেষ নেই। বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেও দল পরিবর্তন করবে বলে ধারণা তাদের।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক আওয়ামী লীগ নেতা জানান, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের সঙ্গে তার তলে তলে আঁতাত রয়েছে। যা তাদের সিনিয়র নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে কৃষক লীগ নেতা নুরুল ইসলাম জানান, আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক নেই। সে বিএনপি করে বলে তাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি।
বিএনপি নেতা গিয়াসউদ্দিনের সঙ্গে সম্পর্ক আছে নাকি জিজ্ঞেস করাতে তিনি বলে, আমার সঙ্গে তার সম্পর্ক কেনো থাকবে সে বিএনপির লোক। আমার সঙ্গে কোনো বিএনপি নেতার সম্পর্ক নেই।