নারায়ণগঞ্জ
জাতীয় যুব দিবসে নারায়ণগঞ্জে আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব পুরস্কার ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
পহেলা নভেম্বর বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক মোঃ আবু নাজের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যাস অফিসার এস এম শফিকুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর প্রজিৎ কুমার ধর।
নারায়ণগঞ্জকে আলোকিত করার লক্ষ্যে মাদক সন্ত্রাস নির্মূলে এবং যুব সমাজকে সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, গ্রীণ ফর পীসের সভাপতি এসএম আরিফ মিহির, নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা সহ অন্যান্য।
জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষিত যুবদের অগ্রসর করার লক্ষ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার বিতরণ করা হয়। সফল আত্মকর্মী হিসেবে মোঃ নিজাম উদ্দিন, বুবলী আক্তার, শ্রেষ্ঠ সংগঠক হিসেবে আকবর হোসাইন জনি ও জান্নাতুল ফেরদৌস ঝুনু সহ আরো কয়েকজনকে অতিথিরা পুরস্কার তুলে দেন।
এছাড়াও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৩ জনের মাঝে আট লক্ষ চল্লিশ হাজার টাকা বিভিন্ন প্রকল্পের অনুকূলে যুব ঋণ বিতরণ করা হয়।