Uncategorized
তাড়াইলে দারুল কুরআন মাদরাসার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) অবস্থিত দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ, কুরআনুল কারিমের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দারুল কুরআন মাদরাসার হলরুমে প্রতিষ্ঠান দ্বয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাওয়ার এমদাদুল উলুম মাদরাসার সিনিয়র মহাদ্দিস আলহাজ্ব মাওলানা ক্বারী শামসুল ইসলাম রাহমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার তাফসির বিভাগের প্রধান মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন ও কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।
অভিভাবক সমাবেশে নুরানি কিন্ডারগার্টেন শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে চমৎকার শিক্ষা প্রদর্শনী, আবাসিক নুরানি বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীদের কুরআনুল কারীমে সবক প্রদান, নাযেরা বিভাগের উত্তীর্ণ ছাত্রদের হিফয সবক প্রদান এবং বিগত বছরে কিতাব বিভাগ ও হিফয বিভাগে বোর্ডের মেধা তালিকা ও মুমতাজপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

