চট্টগ্রামরাজনীতি

সর্বাত্নক অবরোধের সমর্থনে চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় বিক্ষোভ করেছেন গণসংহতি আন্দোলনের নেতা–কর্মীরা। মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় নেতা–কর্মীরা সরকারের পদত্যাগ দাবি করে নাজিরহাটগামী একটি ডেমু ট্রেন আটকে রাখেন।

কর্মসূচিতে হাসান মারুফ বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে বিরোধী দলকে রাস্তায় দাঁড়াতে দেবে না। মোড়ে মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ লাঠি হাতে দাঁড়িয়ে আছে। পাহারা দিচ্ছে। সরকার এ দেশকে জেলখানায় পরিণত করেছে। এই সরকারকে পদত্যাগ করতে হবে।

বিএনপি ও গণসংহতি আন্দোলনের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। একই কর্মসূচি ঘোষণা করেছে সমমনা দলগুলো। এছাড়া জামায়াতে ইসলামীও আলাদা  ভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close