সিলেট বিভাগ
নানা আয়োজনে কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
কমলগঞ্জ প্রতিনিধি:
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এর আয়োজনে ও নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় রোববার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চৌমূহনা চত্বরে এক পথসভা সভায় মিলিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুস সালাম। এছাড়া সভায় সাংবাদিক, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ ও গাড়ি চালকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।