আড়াইহাজারজেলা/উপজেলানারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন না’গঞ্জ শাখার আলোচনা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত

 

নিজস্ব সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উদ্যোগে আলোচনা ও সদস্য মূল্যায়ন সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় শহরের চাষাঢ়ায় নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ আলোচনা ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে ও-ই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গবেষক, লেখক, কলামিস্ট ও জাতীয় মানবাধিকার সোসাইটি নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোঃ সাইদুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কাস্ তি ফাউন্ডেশন এর চেয়ারম্যান এড. কাজী রুবায়েত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী তানভীর হাসান, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম. এ. করিম, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড. সাহিদুল ইসলাম টিটু, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ ও মোনাজাত করেন- সংগঠনের সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

উপস্থিত অতিথিরা সকলেই মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং অধিকার বাস্তবায়নে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা তুলে ধরেন এবং মানুষের কল্যাণে কাজ করার উৎসাহ দেন। সে-ই সাথে দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানান।

ও-ই সময় সংগঠনের সদস্যদের মধ্যে হতে ২০২৫ এ যারা মানবিক সেবামূলক কাজে অংশগ্রহণ ও কাজ করেছেন, তাদেরকে সদস্য মূল্যায়ন সন্মাননা স্মারক ২০২৫ ঘোষণা করা হয় এবং অতিথিদের মাধ্যমে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সদস্য মূল্যায়ন সন্মাননা পেলেন যারা তারা হলেন- মহিলা বিষয়ক সম্পাদক এড. মনি গাঙ্গুলি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাবেয়া খন্দকার রিয়া, অর্থ বিষয়ক সম্পাদক শাকিলা ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, নির্বাহী সদস্য সোহাগ, শুক্কুর মাহমুদ জুয়েল ও এস. এ. বিপ্লব।

এ সময় সংগঠন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ জাকির হোসেন, আফরোজা আক্তার, মোঃ ওয়ারদে রহমান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close