আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলার জবাব দিল ইসরাইল

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের জঙ্গি বিমানগুলো লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্টে হামলা চালিয়েছে। সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের ওই এলাকায় তারা গোলাবর্ষণও করেছে।

এ নিয়ে ইসরাইল-লেবানন সীমান্তে চতুর্থ দিনের মতো দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটল, জানিয়েছে বিবিসি।

লেবাননের ভূখণ্ডে ইসরাইলের প্রাণঘাতী হামলার ‘চূড়ান্ত’ জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

ইসরাইল বলেছে, বুধবার তাদের উত্তরাঞ্চলীয় আরব আল আরামশে শহরের কাছে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ হামলায় কতজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে ইসরাইল তা প্রকাশ করেনি।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানান, ইসরাইলের ওই সামরিক অবস্থান লক্ষ্য করে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন দুটি ক্ষেণপাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর রমিশের বাসিন্দারা জানান, ইসরাইলি গোলা শহরটির কাছে আঘাত হেনেছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আরব আল আরামশে শহর বরাবর সীমান্তের অপরপাশে লেবাননের দেইরা শহরের আশপাশে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে গোলা হামলা চালায় ইসরাইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close