সিলেট বিভাগ
কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি:: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার যোদ্ধাপুর-নাগড়া গ্রামের সনাতনী ধর্মাবলম্বী লোকদের সাথে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ এর এক মতবিনমিয় সভা গত শনিবার রাত ৮টায় স্থানীয় দুর্গামন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সদস্য জহির আলম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, জেলা জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়, যুবলীগ নেতা আলাল আহমদ, আফরোজ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির নেতা সুসেন্দ্র মালাকার, জয়ন্ত মালাকার প্রমুখ। সভা শেষে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মন্দিরের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।