রাজনীতিসোনারগাঁও

কাঁচপুরে শান্তি সমাবেশ সফল করতে সোনারগাঁও আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৩ই অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষে দীর্ঘদিন পর এক মঞ্চে বর্ধিত সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর)  সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এর সদস্য দীপক কুমার বনিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, হাজী মো. সোহাগ রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় মাহফুজুর রহমান কালাম বলেন, জাতীয়পার্টির কারণে আমাদের নেতা কর্মীরা হতাশায় নিমজ্জিত। এ হতাশা থেকে বের হতে হলে আমরা যেই যেভাবেই মনোনয়ন চাইনা কেন আগামী ১৩ তারিখের সম্মেলনে সোনারগাঁয়ে নৌকার মনোনয়ন নিশ্চিত করতে হবে।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আজ একটি ঐতিহাসিক দিন, যে দিন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক সারিতে বসতে পারেছি।
কায়সার হাসনাত বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ অতিতে ঐক্যবদ্ধ ছিলো বর্তমানেও ঐক্যবদ্ধ আছে ভবিষৎতে ঐক্যবদ্ধ থেকে ১৩ তারিখেন জনসভা সফল করবো।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close