ফতুল্লা
ফতুল্লায় জুস কারখানায় র্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এসময় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও বিপুল পরিমান ভেজাল জুস ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন র্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর ইমাম হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন। ক্যাব নারায়ণগঞ্জের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল।
মো: সেলিমুজ্জামান জানান, ফতুল্লার রসুলপুরে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপন্য উৎপাদন ও ভেজাল জুস বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। তিনি আরো জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।