রুপগঞ্জ

রূপগঞ্জে নাহাটি মানব কল্যাণ ঐক্য সংঘের বৃক্ষরোপণ

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, নাহাটি মানব কল্যাণ ঐক্য সংঘের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রিড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩-সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি জামে মসজিদ সংলগ্ন মাঠে এসকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিষ্ট ফোরামের মহাসচিব কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী মজিবুল্লাহ মোল্লা, হাজী হাফেজ আবুল হাসেম, হাজী মকবুল হোসেন, সাংবাদিক এ হাই মিলন, ইউপি সদস্য নজরুল ইসলাম সুমন, হাজী সানাউল্লাহ মিয়া, কবি নায়েব আলী, নাহাটি মানব কল্যাণ ঐক্য সংঘেন সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া, মুফতি ইমদাদুল্লাহ্ হাসেমী প্রমুখ।
লায়ন মীর আব্দুল আলীম বলেন, কারো মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ অতীব জরুরী। সকলকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর কথা বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close