আন্তর্জাতিক

ভারতে দুই দফা অপহরণের পর শিশুকে দলবেঁধে ধর্ষণ, আটক ৭

ভারতের মধ্যপ্রদেশে দুই দফা অপহরণের পর দলবেঁধে ধর্ষণ করা হয়েছে এক ১৩ বছর বয়সী  শিশুকে। এ ঘটনায় জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ।

 

ভারতের মধ্যপ্রদেশের উমাইরা শহরে  ৪ঠা জানুয়ারি  মেয়েটিকে অপহরণ করে পরিচিত এক যুবক। দুইদিন আটকে রেখে ওই যুবক ও তার আরও ছয় বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। ৫ই জানুয়ারি মেয়েটিকে  ছেড়ে দেয়া হলেও, বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারীরা।

এই ঘটনার কয়েকদিন পর ১১ই জানুয়ারি আবারো কিশোরীকে অপহরণ করার পর  তিনজন মিলে ধর্ষণ করে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর দুই ট্রাক চালকের হাতে অপহরণ ও ধর্ষণের শিকার হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এই ঘটনার পর গত ১৫ই জানুয়ারি (শুক্রবার) সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসে মেয়েটি। বিষয়টি জানার পর থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close