বিনোদন

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার জন্য ১ টাকাও পারিশ্রমিক নেননি দীপিকা

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে ‘জওয়ান’। অষ্টম দিন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৯০.৪৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির জয়রথ চলছে।

‘জওয়ান’ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার চরিত্রের নাম ঐশ্বরিয়া রাঠোর। স্বল্প সময়ের এ চরিত্র রূপায়ন করে নজর কেড়েছেন তিনি। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, এ সিনেমার জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। কিন্তু এ তথ্য মিথ্যা বলে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী।

দ্য উইক-কে সাক্ষাৎকার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন কিনা? জবাবে এ অভিনেত্রী বলেন— ‘না, আমি এটা করি না।’

ব্যাখ্যা করে দীপিকা পাড়ুকোন বলেন, ‘‘আমি ‘৮৩’ সিনেমার অংশ হয়েছি। কারণ এ সিনেমায় সেই সব নারীদের কথা বলা হয়েছে, যারা তার স্বামীর গৌরবে পাশে দাঁড়ান। এ কাজটি আমি আমার মাকে করতে দেখেছি। এটি ছিল সেই নারীদের প্রতি শ্রদ্ধা, যে নারীরা স্বামীকে সমর্থন করার জন্য ত্যাগ স্বীকার করেন। তা ছাড়া শাহরুখ খানের সিনেমার যেকোনো বিশেষ চরিত্র মানেই সেখানে আমি আছি। রোহিত শেঠির ক্ষেত্রেও একই।’’

শাহরুখ খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন দীপিকা। বলিউড বাদশার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘‘আমরা একে অপরের ‘লাকি চার্ম’। আমাদের পরস্পরের প্রতি একটা অধিকারবোধ আছে। আমি হাতেগোনা কয়েকজনের মধ্যে অন্যতম; যাদের সামনে শাহরুখ তার নিজের ভেতরের সত্তাটা মেলে ধরতে পারেন।’’

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close