আন্তর্জাতিক

সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের ১৭ সেনা নিহত

মালির সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের অন্তত ১৭ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি এবং তোরোদির মধ্যে চলাচলকারী কাউতুগু শহরের কাছে (তোরোদির ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে) একটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।’

এতে জানানো হয়েছে, হামলায় আরও ২০ সেনা আহত হয়েছে। তাদের সবাইকে রাজধানী নিয়ামেতে নেওয়া হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, পশ্চাদপসরণ করার সময় শতাধিক হামলাকারী হতাহত হয়েছে।

গত দশকে মধ্য মালি, উত্তর বুরকিনা ফাসো এবং পশ্চিম নাইজার সীমান্ত যেখানে একত্রিত হয়েছে সেই সাহেল অঞ্চলটি আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) এর সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলির সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close