জাতীয়ঢাকানারায়ণগঞ্জ

ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে নারায়ণগঞ্জ

এটি বাস্তবায়ন হলে ঢাকার যানজট এড়িয়ে চলাচলের সুযোগ পাবে উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় মানুষ। পাশাপাশি অনেকাংশে কমে আসবে নারায়ণগঞ্জের যানজট।

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর থেকে নিমতলী-কেরানীগঞ্জ-ফতুল্লা- হাজীগঞ্জ, বন্দর হয়ে লাঙ্গলবন্দ পর্যন্ত হবে এই সড়ক। এটির নাম দেয়া হয়েছে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প’।

প্রকল্পটি বাস্তবায়নে ৩১৬ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। এই জমির দাম, স্থাপনা ও অন্যান্য ক্ষতিপূরণ সরকারি খাত থেকে দেয়া হবে। এ ছাড়া প্রকল্প এলাকায় বিদ্যমান পরিষেবাগুলো স্থানান্তরের ব্যয়ও সরকারি তহবিল থেকে করা হবে। প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর উপর আরও একটি ব্রীজ হবে, থাকবে আন্ডার পাস।

সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। ১৬ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু বিভাগ।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পশ্চিম অংশ ও ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পূর্ব অংশ দুটি কন্ট্রাক্টের মাধ্যমে নির্মাণ করা হতে পারে। এর মধ্যে পূর্ব অংশটির জন্য পাঁচ বছর ও পশ্চিম অংশ চার বছরের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close