আন্তর্জাতিক

টালমাটাল হতে পারে বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশে বিভিন্ন ব্যাংকের দেউলিয়া হওয়া এবং সংকটে পড়ার ঘটনা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর।

শিগগিরই বিশ্ব অর্থনীতি কিছুটা টালমাটাল হতে চলেছে জানিয়ে, বিশ্ব বাজারের নিয়ন্ত্রকদের আগাম সতর্কতা দিলেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সুদের হার বাড়ানোর চেষ্টা করছে বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো।

এবিষয়ে ক্রিস্টালিনা জানান, দীর্ঘদিন ধরে চালু থাকা কম সুদের হার থেকে হঠাৎ বেশি হারের সুদের এই উত্তরণের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যার মধ্যে অন্যতম হলো অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া। অর্থনীতির দুর্বল বা অতি সংবেদনশীল হয়ে যাওয়া। ব্যাংকিংয়ের ক্ষেত্রে যা ইতোমধ্যেই প্রমাণিত।

গত কাল রোববার বেইজিংয়ে গিয়েছিলেন ক্রিস্টালিনা। সেখানেই একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কথা বলেছেন তিনি। ক্রিস্টালিনা জানিয়েছেন, এক দিকে অতিমারি, অন্য দিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ অর্থনীতিতে প্রভাব ফেলেছে। বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি কমে ৩ শতাংশেরও নিচে চলে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close