ঢাকা

আগারগাঁও বাজার বণিক সমবায় সমিতির সভাপতি নুরুল হক চৌধুরী- সম্পাদক আবদুন নুর শাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড’র ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৪ মার্চ) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বণিক সমিতির ভোটাররা সতুস্ফুতভাবে ভোট দেন।
নির্বাচনে ছাতা মার্কায় ৭১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবিএম নুরুল হক চৌধুরী ও মোরগ মার্কায় ৫০৯ ভোট পেয়ে সম্পাদক নিবাচিত হয়েছেন মো. আবদুন নুর শাহী। টেলিভিশন মার্কায় ৫৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুরুজ্জামান। মো:মামুন হোসেন সাইকেল মার্কায় ৫৫৯ ভোট পেয়ে অডিটর পদে নির্বাচিত হন।
মো:শাহআলম কলম মার্কায় ৭২৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।

এছাড়া ভোটারদের রায়ে শাহাদাত হোসেন চাকা মার্কায় ৬০৯ ভোট পেয়ে পরিচালক সদস্য নির্বাচিত হন, পরিচালক পদে তলোয়ার মার্কায় নুর হোসেন ৫৭২ভোট,পরিচালক ঘুড়ি মার্কায় শাহআলম ৫৬৮ ভোট,
পরিচালক পদে আতাউল কবির খোকন বাস মার্কায় ৫১৭ ভোট,
পরিচালক পদে শফিকুল ইসলাম ডাব মার্কায় ৪৯২ ভোট,পরিচালক পদে আবু সাইদ বই মার্কায় ৪৮৭ ভোট,পরিচালক পদে ফারুক হোসেন হেলিকপ্টার মার্কায় ৪৫৯ ভোট,

নির্বাচন কমিটির সভাপতি ছিলেন মো. মঞ্জুরুল কবীর এবং তাজকেরা সুলতানা কাজী মো.শাহরিয়ার জাহান নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close