সিলেট বিভাগ
শ্রীমঙ্গলে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন
অন্তর মিয়া প্রতিনিধি শ্রীমঙ্গল,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
অমর একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের গৌরবোজ্জ্বল একটি দিন। আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা, অমর একুশে। একুশে ফেব্রুয়ারি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেইসকল ভাষা শহীদদের প্রতি বাঙালী জাতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনারে অমর একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানোর সময়কালে শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন হয়েছে ।
এসময় স্হানীয় সংসদ সদস্য’র পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পরে উপজেলা পরিষদের পক্ষতেকে উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় ও ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষথেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল সার্কেল এ.এস,পি শহিদুল হক মন্সি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার,শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল কমান্ড। শ্রীমঙ্গল পৌরসভা। শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা’র বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠন।শ্রীমঙ্গল থানা,শ্রীমঙ্গল রেলওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ক্যাম্প এসোসিয়েশন স্বাহ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল। টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল। বিজিবি শ্রীমঙ্গল ২৪ আনসার ব্যাটলিয়ন,মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল,জালালাবাদ গ্যাস অফিস,শ্রীমঙ্গল। বনবিভাগ, শ্রীমঙ্গল। বাংলাদেশ,হিন্দু, বুদ্ধ, ঐক্য পরিষদ শ্রীমঙ্গল। ইউনিয়ন আওয়ামী,শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল অন লাইন প্রেসক্লাব। ফায়ার সার্বিক শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেম সহ ভিবিন্ন সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা প্রমুক।