জাতীয়
বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাবে ২০২২ সালের মার্চে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ ২০২২ সালের মার্চে মুক্তি পাবে বলে জানালেন ভারতের তথ্যমন্ত্রী।
ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে এক বৈঠকের পর ভারতের তথ্য মন্ত্রী অনুরাগ ঠাকুর এ কথা জানান ।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবিটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যে বাংলাদেশের অংশের এ সিনেমার দৃশ্যধারণে বিলম্ব হওয়ায় মুক্তির দিনক্ষণ পেছানো হল।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্যধারণ করা হয়েছে। পরিচালক শ্যাম বেনেগাল জানান, সিনেমার আশিভাগ দৃশ্যধারণ করা হয়েছে; বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় করা হবে।
সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়েছে; অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষভাগে শুটিং হওয়ার কথা রয়েছে বলে এফডিসির এক কর্মকর্তা জানান।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।
Lorem ipsum dolor sit amet, consectetur.