কিশোরগঞ্জ
হিফজুল হাদিস প্রতিযোগিতায় দেশ সেরা তাড়াইলের তাকরিম
এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
ঢাকার মিরপুর জামেউল উলুম মাদরাসার “মাকতাবায়ে নোমানী”র আয়োজনে এন আর এন গ্রুপের ব্যবস্থাপনায় দেশব্যাপী অনুষ্ঠিত হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২৪ সারাদেশের সেরা পাঁচ এ স্থান পেয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মেধাবী শিক্ষার্থী হাফেজ বখতিয়ার হোসাইন তাকরিম।
দেশেব্যাপী অনুষ্ঠিত এ হিফজুল হাদিস প্রতিযোগিতার শেষ পর্বে গত (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দেশের সেরা পাঁচজন নির্বাচিত করা হয়। এরমধ্যে তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে হাফেজ বখতিয়ার হোসাইন তাকরিম দ্বিতীয় স্থান অধিকার করে। সেরা পাঁচ নির্বাচন শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেয়া হয় পবিত্র উমরা পালনের টিকেট।
জামেউল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ আবুল বাশার নো’মানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন এন আর এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করিম মোল্লা। এসময় সারাদেশ থেকে আগত নির্বাচিত প্রতিযোগী, বিচারক, শিক্ষক, শিক্ষার্থী, আলেম উলামা ও সুধীমহল উপস্থিত ছিলেন।