নারায়ণগঞ্জরাজনীতি
নারায়ণগঞ্জে ওয়ার্কার্স পার্টির শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে চাঁনমারিস্থ জেলা কার্যালয়ে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড গোলাম মোস্তফা সাচ্, কমরেড এইচ রবিউল চৌধুরী, হুমায়ূন কবির প্রমুখ।