নারায়ণগঞ্জ

পরিবেশ দূষণে বিপর্যস্ত না.গঞ্জ, উত্তরণের উপায় খুজঁতে ৪ জুলাই গণশুনানী

পরিবেশ দূষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ; এর থেকে উত্তরণের উপায় খুজঁতে গণশুনানী করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সেখানে উপস্থিত থাকবে পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

আগামী ৪ জুলাই সকাল সাড়ে ১০টায় নগরীর আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এই গণশুনানীর আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

সঞ্চালনায় থাকবেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

জানা গেছে, বিগত কয়েক দশকে এ জেলায় অপরিকল্পিত ও অননুমোদিত ভাবে গড়ে উঠেছে অসংখ্য দুষশকারী শিল্প প্রতিষ্ঠান। এ সব শিল্প প্রতিষ্ঠানের সৃষ্ট বেশির ভাগ কঠিন ও তরণ বর্জ্য কোন প্রকার পরিশোধন ছাড়াই পার্শ্ববর্তী নদী, খাল, জলাশয় ও কৃষি জমিতে ফেলা হচ্ছে। ফলে দূষিত হচ্ছে মাটি, পানি ও বাতাস। এছাড়া খাল-বিল ও নদী দখল করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য আবাসন প্রকল্প, বিনোদন পার্ক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও প্রকল্পসহ নানা স্থাপনা। ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ নদ-নদী, জলাশয় পরিনত হয়েছে বর্জ্যের ভাগাড়ে আর এর বাতাস হচ্ছে দূষিত যা নারায়ণগঞ্জের পরিবেশ, জনস্বাস্থ্য ও জনজীবনকে ভয়ংকর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ভয়াবহ এই দূষণের কবল থেকে নারায়ণগঞ্জের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় করণী নির্ধারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবির্ক এএলআরডি, বেলা যৌথ উদ্যোগে গণশুনানীর আয়োজন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close