লেখা-পড়াসিলেট বিভাগ
কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলে সম্মাননা প্রদান ও ফলাফল প্রকাশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রাক্তন তিন সভাপতি অধ্যক্ষ কোরেশ খান, অধ্যক্ষ নুরুল ইসলাম ও ইমতিয়াজ আহমদ বুলবুলকে সম্মননা প্রদান, অভিভাবক দিবস ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় কলেজ রোডস্থ স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আম্বিয়া কে,জি স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাগির্স আক্তার ও শারমীন আক্তারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, মৌলভীবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সালাহ উদ্দীন। অনুষ্ঠানের শুরুতেই কোনআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
অনুষ্ঠানে সম্মননা প্রাপ্ত আম্বিয়া কেজি স্কুলের সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, ইমতিয়াজ আহমদ বুলবুল, প্রধান অতিথিকে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন সহকারী শিক্ষকসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ছানোয়ার হোসেন, অভিভাবক শাহীন আহমদ প্রমুখ। পরে বাষির্ক ফলাফল প্রকাশ করা হয় এবং জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত দুই কৃতি ছাত্রীকে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।