সাহিত্যসিলেট বিভাগ

কমলগঞ্জে বিজয়ের মাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “আঁকো তোমার স্বপ্নের ভুবন” প্রতিপাদ্যে বিজয়ের মাসে বাংলাদেশের স্বাধীনতা নতুন প্রজন্মের শিশু – কিশোরদের মননে চিত্রে ধারণের লক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাধবপুর বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের আয়োজনে (৩১ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউপির জোড়ামণ্ডপে এ চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের উপদেষ্টা সঞ্জয় কুমার সিংহ বলেন, “ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়। নিজে কল্পনা করে করে বিভিন্ন রকম ছবি আঁকতে পারে। কোথায় কেমন ছবি আঁকতে হবে, কোথায় কি রং দিতে হবে ইত্যাদি জিনিসগুলো সামঞ্জস্য রেখে নিজে কল্পনা করে এঁকে এঁকে একটি সুন্দর চিত্র অঙ্কন করতে শিখে যায়।” প্রায় ২৩৪ জন শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের সভাপতি সজল কান্তি সিংহ এর সভাপতিত্বে ও নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপির চেয়ারম্যান আসিদ আলী, ডাঃ শরদিন্দু সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সমাজকর্মী নিখিল কুমার সিংহ, কৃষ্ণ কুমার সিংহ, নিখিল কুমার সিংহ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close