জাতীয়
নটরডেম কলেজ ছাত্র নাঈমের মৃত্যু: ময়লার গাড়িচালক হারুন রিমান্ডে
নাঈমের মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্টন থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় প্রথমে পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালত রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাসেল পুলিশি হেফাজতে রয়েছেন।
পল্টন থানা-পুলিশ আদালতে এক প্রতিবেদন দিয়ে জানিয়েছে, ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান চালক নন। তাঁর বৈধ লাইসেন্স নেই। গাড়িটির চালক হারুন অর রশিদ। বদলি হিসেবে রাসেল খান গাড়ি চালাচ্ছিলেন।