আন্তর্জাতিকরাজনীতি

পাকিস্তানের গণতন্ত্র সুতায় ঝুলছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের গণতন্ত্র এখন সুতায় ঝুলছে। কেবলমাত্র বিচার বিভাগ এই গণতন্ত্রকে বাঁচাতে পারে।

শনিবার কারাগার থেকে মুক্ত হওয়ার পর রোববার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেছেন।

ক্ষমতাসীন সরকারকে মাফিয়া আখ্যা দিয়ে ইমরান বলেছেন, ‘আজ আমাদের গণতন্ত্র সুতায় ঝুলছে এবং বিচার বিভাগ একে রক্ষা করতে পারে। এই মাফিয়ারা বিচার বিভাগের ওপর সব ধরনের হামলা চালাতে যাচ্ছে। তাই আমি প্রথমে জাতিকে আমাদের বিচার বিভাগ ও সংবিধানের পাশে থাকার আহ্বান জানাব।’

তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী ‘নওয়াজ স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করেছে এবং যখন বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস হয়ে যায় তখন আপনাদের স্বাধীনতা শেষ হয়ে যায়। কারণ বিচার বিভাগ আপনাদের মৌলিক অধিকার রক্ষা করে।’

ইমরান বলেন, ‘আমাকে জেলে যাওয়া থেকে রক্ষার জন্য আমি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ। দ্বিতীয়ত, জনগণ রাস্তায় নেমে আসায় তাদের প্রতিও আমি কৃতজ্ঞ…।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close