অপরাধনারায়ণগঞ্জরুপগঞ্জ
রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন
রূপগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ, সাদ্দাম, ইয়াসিন মিয়া ও অপু ভুইয়া।
ডিবি পুলিশের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।