আন্তর্জাতিক

তুরস্কের ইস্তাম্বুলের ব্যস্ত সড়কে বোমা বিস্ফোরণে ৬জন নিহত

তুরস্কের ইস্তাম্বুলের জনপ্রিয় একটি সড়কে বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৩ জন। রোববার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সরকারের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল অনলাইন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিকট শব্দে বিস্ফোরণের পর সড়কটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে পথচারীরা ছুটোছুটি শুরু করে।

ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই সময় সড়কটিতে বিপুল সংখ্যক পর্যটক ও স্থানীয়দের যাতায়াত ছিল।

অন্যান্য ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর বেশ কিছু মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া টুইট করে জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছে এবং ৫৩ জন আহত হয়েছে। তবে এখনও হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। এ ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে সন্দেহ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close