সোনারগাঁও
মুছাপুরে দক্ষিন বারপারার মিসেস নারগিস মাকসুদের নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী পরিবারকে মাসিক ইফতার বিতরণ করেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দরের মুছাপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাকসুদ হোসেনের সহধর্মিণী মিসেস নারগিস মাকসুদ তার নিজস্ব অর্থায়নে দক্ষিণ বারপাড়ায় (জহরপুরে) প্রতিবন্ধী পরিবারের মাঝে রোজার মাসিক ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৬ ই (এপ্রিল) বৃ্হস্পতিবার নিজস্ব অর্থায়নে বিকাল ৫ টায় মুছাপুর ইউনিয়নের দক্ষিন বারপারার জহরপুরে জহিরুল মিয়ার নাতিকে উক্ত সামগ্রী বিতরণ করেন।
এ সময় উভয়স্থানে উপস্থিত ছিলেন কাজী রানা, ইফতি রনি ও অন্যান্য ব্যক্তিবর্গরা।