ধর্মনারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের টানবাজারে শ্যামা পূজার উদ্বোধনে চিত্র নায়ক বাপ্পী
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা বা কালীপূজার উদ্বোধন করলেন চিত্র নায়ক বাপ্পী চৌধূরী। সোমবার (২৪ অক্টোবর ) রাতে টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির আয়োজনে, টানবাজার শ্রী শ্রী বঙ্গবিহারী জিউর আখড়ায় ও হনুমান জিউর মন্দির ওই উদ্বোধন করা হয়, দীপাবলি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেই শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।
সবাইকে কালী পূজার শুভেচ্ছা জানিয়ে শ্যামা পূজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি চলচিত্র নায়ক বাপ্পী চৌধুরী বলেন, আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রচুর বৃষ্টিতে ভক্তদের উপস্থিতি কম। আমি নারায়ণগঞ্জের ছেলে যেহেতু এটা আমার এলাকা তাই প্রতি বছরের ন্যায় প্রথম পূজা উৎসবে উদ্বোধনীতে একশত আট’টা প্রদীপ প্রজ্জ্বলন করি।
তিনি আরও বলেন, এ ধরনে আয়োজন সব জায়গায় হয় না। এমন অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে। একশত আট’টা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাকে ডাকা হয়ে থাকে তাই ‘মায়ের আড়তির করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির উপদেষ্ঠা রোটারীয়ান সুব্রত কুমার সাহা, টানবাজার দূর্গা পূজা কমিটির উপদেষ্ঠা বাবু ননীগোপাল সাহা, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সুমা রুদ্রা।
সনাতন ধর্মাবলম্বী বাঙালীদের জন্য কালীপূজা এক বিশেষ স্থান নিয়ে থাকে আর দূর্গা পূজার পর পর শ্যামা পূজা বৃহৎ ভাবে আয়োজন করে থাকেন।টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে প্রতি বছর নেয় শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
শ্যামা পূজা অনুষ্ঠানের আয়োজকদের মধ্য উপস্থিত ছিলেন টানবাজার সার্বজনীন কালীপূজা কমিটির উপদেষ্ঠা তাপস রুদ্র, প্রবীর তালুকদার, রঞ্জন সাহা, সভাপতি রঘুনাথ সাহা, সিনিয়র সহ-সভাপতি সৌরভ ঘোষ, সহ-সভাপতি প্রতীক ঘোষাল পল, পাপ্পু চক্রবর্তী, সাধারণ সম্পাদক শুভ্র সাহা, কোষাধ্যক্ষ শুভ চন্দ দাস সহ কমিটির নেতৃবৃন্দগণ। শ্যামা পূজা অর্চনা করেন শ্রী শ্রী বঙ্গবিহারী জিউর আখড়ায় ও হনুমান জিউর মন্দিরের পুরহিত হরি ভট্রাচার্য।