ধর্মনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে আইজিপি

নিজস্ব সংবাদদাতা: নগরীর আমলাপাড়া পূজা মন্ডপ নবাগত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে নবাগত (আইজিপি) আমলাপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করেন।
এসময় আমলাপাড়া সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা নবাগত পুলিশের মহাপরিদর্শককে ফুলেল শারদীয় শুভেচ্ছা জানান।
পরিদর্শন শেষে আইজিপি বলেন- আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমলাপাড়ার এই পূজামণ্ডপে আগেও কয়েকবার এসেছি। আপনারা এখানে চমৎকার ভাবে আয়োজন করেছেন। সারা দেশে পুলিশ, প্রশাসন ও জনগণের কারণে অত্যন্ত সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি এবং সেই অনুযায়ী কাজ করছি। এর পরেও কিছু সংখ্যক দুস্কৃতিকারী যখনই সুযোগ পায় তখনই অপরাধ সংগঠিত করার চেষ্টা করে। আমরা তাদের সেই অপচেষ্টা সফল হতে দিব না। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সারাবিশ্বে একটি রোল মডেল হিসেবে নজির স্থাপন করেছে।
তিনি আরও বলেন, গতবারের চেয়ে এবার কিন্তু আরও ২ হাজার পূজা মন্ডপ বৃদ্ধি পেয়েছে। এর মানে কি? এর মানে হলো শান্তি ও অসম্প্রদায়ীকতার সু-বাতাস বাংলাদেশে বইছে। হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর মতো তাদের এবারের দুর্গাপূজা উদযাপনের সুযোগ পাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কৃষ্ণ আচার্য্য প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close