লেখা-পড়াসিলেট বিভাগ
কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “The transformation of education begins with teacher” অর্থাৎ “শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয়।” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের আয়োজনে বুধবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন।
মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম সভাপতি মোঃ শাহাজ উদ্দিন এর সভাপতিত্বে ও মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ, প্রভাষক মোঃ সেলিম আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলী, বামডো’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ, প্রধান শিক্ষিকা শাহেনা বেগম, অবঃ সিনিয়র শিক্ষক ভুবনমোহন সিংহ, বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হুমায়ূন রেজা সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান আহমেদ, প্রকৌশলী আব্দুল হেকিম, রেজা উদ্দিন, রাজু শাহনুর আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।