সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অহিংস দিবস পালিত হয়।

রবিবার (২রা অক্টোবর) শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইলেক্টরাল ফান্ড ও ইউকেএইড এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।
অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো- অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, আইডিয়ার প্রকল্প কর্মকর্তা পংকজ কুমার খাস্তগির, এডভোকেসি নেটওয়ার্ক এর শ্রীমঙ্গল কমিটির সাধারন সম্পাদক দিলীপ কুমার কৈরী।
উপস্থিত ছিলেন টি,আই,বির কোঅর্ডিনেটর পারভেজ কৈরি, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) অ্যাম্বাসেডর কাজী আসমাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close